ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

মেসি-রোনাল্ডো থেকেও এগিয়ে নেইমার

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

বিশ্ব ফুটবলের থ্রি-স্টার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেইমার। স্বভাবতই রাশিয়া বিশ্বকাপ মাতাবেন তারা-তা অনুমিতই ছিল! তবে পারেননি মেসি-রোনাল্ডো, টিকে ছিলেন কেবল নেইমার। শুধু টিকেই নয়, এক কীর্তিতে দুজনকে টপকে গেছেন ব্রাজিল যুবরাজ।

দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ব্রাজিল। এ ম্যাচের জয়ের নায়ক নেইমার। এক গোল করার পাশাপাশি সতীর্থ ফিরমিনোকে দিয়ে করিয়েছেন আরেকটি। এর সুবাদে ফুটবলের বিশ্ব আসরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলসংখ্যা দাঁড়ালো ৬টি (২০১৪ সালে ৪টি এবং ২০১৮ সালে ২টি)। দুই বিশ্বকাপ মিলে এ ৬ গোল করতে তিনি নিয়েছেন ৩৮টি শট।

এখানেই মেসি-রোনাল্ডোকে পেছনে ফেলেছেন নেইমার। ছোট ম্যাজিসিয়ান বিশ্বকাপে ৬ গোল করতে শট নেন ৬৭টি এবং সমানসংখ্যক গোল করতে সিআর সেভেন শট নেন ৭৪টি।

আরকে//