ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

ক্রেতা সঙ্কটে আমের রাজধানী

প্রকাশিত : ১১:৪৮ এএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

ক্রেতা সঙ্কটে ভুগছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। বেচাবিক্রিতে মন্দা। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায়, এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান চাষি ও ব্যবসায়ীরা।

আমের মৌসুম শুরু হয়েছে মাসখানেক আগে। এরই মধ্যে শেষ হয়ে গেছে গুটি ও গোপালভোগ। এখন পাওয়া যাচ্ছে খিরসাপাত ও ল্যাংড়া। জৈষ্ঠের গরমে ব্যাপকহারে আম পেকেছে। কিন্তু বাজারে নেই ক্রেতা।

চাহিদার তুলনায় সরবরাহ বেশি বলে জানান চাষি ও ব্যবসায়ীরা।

বাজারে মন্দার কারণ চিহ্নিত করা হবে বলে জানান স্থানীয় সরকারের উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন।  

চাঁপাইনবাবগঞ্জে এ বছর ২৯ হাজার ৫১০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে।