পাকিস্তানে নির্বাচন
প্রচারণায় সাবেক দুই প্রধানমন্ত্রীর ছেলেমেয়ে
প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

পাকিস্তানের সাধারণ নির্বাচনের আর মাত্র ২২ দিন বাকি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রচারণা ততই জোরালো হচ্ছে। নির্বাচনে এবার দুই চমক। একজন মরিয়ম নওয়াজ- ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) দলের নতুন কাণ্ডারি। অন্যজন বিলাওয়াল ভুট্টো- পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একমাত্র ‘তলোয়ার’। দুইজনই দেশের বড় দুই দলের উত্তরাধিকারী। দলের আশা-ভরসা, জয়-পরাজয়ের চাবিকাঠি। দু’জনই পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রীর ছেলেমেয়ে। নওয়াজ শরীফ ও বেনজির ভুট্টো পদচ্যুত প্রধানমন্ত্রী ও প্রয়াত প্রধানমন্ত্রী।
মা-নানার রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখতে রোববার থেকেই প্রচারণায় মাঠে নেমে পড়েছেন ২৯ বছরের তরুণ বিলাওয়াল ভুট্টো। নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন ভুট্টো বংশের নতুন এই ‘রাজপুত্র’। অন্যদিকে মায়ের চিকিৎসার কারণে লন্ডনে থাকা মরিয়ম আগামী সপ্তাহেই দেশে ফিরছেন। বাবা নওয়াজ শরীফের আসন থেকে নির্বাচন করছেন রাজনীতিতে ‘বকলম’ ৪৪ বছর বয়সী মরিয়ম।
আগামী ২৫ জুলাই পাকিস্তানে ১৩তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেন সুপ্রিমকোর্ট। পরে তিনি পদত্যাগে বাধ্য হন। এরপরই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন মরিয়ম। গত বছর উপনির্বাচনে মা বেগম কুলসুম নওয়াজের হয়ে প্রচারে অংশ নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এবারের সাধারণ নির্বাচনে লাহোরের এনএ১২৭ ও পাঞ্জাব অ্যাসেম্বলির পিপি১৭৩ কেন্দ্র থেকে লড়ছেন মরিয়ম। সিংহ প্রতীক নিয়ে মাঠে নামছেন তিনি।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মাঠ গরম করে ফেলেছেন ভুট্টো পরিবারের তৃতীয় উত্তরসূরি বিলাওয়াল। তীর প্রতীক নিয়ে করাচির এনএ-২৪৬ (লায়ারি) আসনে লড়ছেন তিনি। ‘গো বিলাওয়াল গো’ স্লোগানে প্রচারণায় নেমেছেন বিলাওয়াল। নানা, নানি, মা ও বাবার পর পিপিপির চেয়ারম্যান পদে বসেন তিনি। ১৯৬৭ সালে নানা জুলফিকার আলী ভুট্টো পিপিপি প্রতিষ্ঠা করেন।
আরকে//