ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

জামালপুরে পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধা নিহত, ওসিসহ ৮ পুলিশ সাময়িক বরখাস্ত

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:১৮ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার

জামালপুর রেলওয়ে স্টেশনে জিআরপি পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধা আব্দুল বারিক নিহত হওয়ার ঘটনায় জিআরপি পুলিশের ওসিসহ ৮ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এদিকে, এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেছে পরিবারের সদস্য ও এলাকাবাসী। মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের মৃতদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার রাতে জামালপুর জংশন রেল স্টেশনে জিআরপি পুলিশের প্রহারে গুরুতর আহত বারিক ময়মনসিংহ সিএমএইচে মারা যান। তিনি সিটি ব্যাংক জামালপুর শাখার নিরাপত্তা প্রহরী ছিলেন। মাজহারুল হক, নিহত আব্দুল বারিকের পুত্র/ শাহ শফিকুল ইসলাম, নিহত আব্দুল বারিকের ভাই/ নিহত আব্দুল বারিকের মেয়ের জামাতা