ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

একটি ভালো সমাধানের অপেক্ষায় আছি: শ্রাবন্তী 

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:১৮ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

গত কয়েকদিন ধরেই শ্রাবন্তীর সংসার ভাঙন নিয়ে চলছে আলোচনা। সবকিছু ছাপিয়ে শ্রাবন্তী চান একটি সুন্দর সংসার। তিনি চান এর একটি ভালো সমাধান। সে জন্য অপেক্ষাও করছেন।  

শ্রাবন্তীর ভাষায়, ‘এই বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা হউক সেটা আমি চাইনা। এ নিয়ে আমি আর কিছু বলতেও চাই না। সময়ই বলে দেবে কী করণীয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

শ্রাবন্তী বলে, ‘অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি আমার বক্তব্য ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস লিখে জানিয়েছি। আমি সবাইকে বলতে চাই, সংসারটা বাঁচুক। আমার সন্তানেরা যেন ব্রোকেন পরিবারে বড় না হয়। আমার ছোট বাচ্চাটা অসুস্থ, তাকে নিয়ে চিন্তায় আছি।’

শ্রাবন্তী মনে করেন, ‘সব সংসারেই কিছু না কিছু জটিলতা আছে। সেগুলোর সমাধানও হয়। আমাদের এ বিষয়টিরও সুন্দর একটা সমাধান হবে বলে আশা করি।’

উল্লেখ্য শ্রাবন্তীর স্বামী মোহাম্মদ খোরশেদ আলম জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ২০১০ সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাদের দু’সন্তান বড় মেয়ে রাবিয়াহ আলমের বয়স সাত বছর, আর ছোট মেয়ে আরিশা আলমের সাড়ে তিন বছর। গত ৭ মে শ্রাবন্তীকে তালাক নোটিশ পাঠান খোরশেদ আলম। এরপর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা শ্রাবন্তী সম্প্রতি দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বগুড়া রয়েছেন।

এসি