ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

এমডি পদ হাতছাড়া হওয়ায় পদ্মা সেতু আটকে দেয় ইউনূস : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১২:৫৯ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধুমাত্র একটি ব্যাংকের এমডি পদ হাতছাড়া হওয়ায় পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন আটক দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

দশম জাতীয় সংসদের ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ দেশ গড়া সরকারের  অন্যতম লক্ষ্য’ শীর্ষক ১৮-১৯ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন  চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আজ বুধবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র একটি ব্যাংকের এমডি পদের লোভে দিয়ে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের টাকা আটকে দেওয়া হলো। অথচ পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি।

শেখ হাসিনা বলেন, সেই পদ্মা সেতু এখন দৃশ্যমান। যারা ফলে বিশ্ববাসীর কাছে  বাংলাদেশের মর্যাদা পাল্টে গেছে। এখন বাংলাদেশকে বিশ্ববাসী অন্য চোখে দেখে।

তিনি আরও বলেন,  আমার লক্ষ ছিলো বাংলাদেশ কে ক্ষুধা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। সেই লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছি।  বাংলাদেশ  এখন ক্ষুধা মুক্ত দেখ হিসাবে প্রতিষ্ঠা লাভ করছে।

/ এআর /