ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

আইএস নেতা বাগদাদির ছেলে নিহত

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার

সিরিয়ার হোমস শহরে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির এক ছেলে নিহত হয়েছেন। আইএস বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটি জানায়, হোমস শহরের তাপ বিদ্যুৎকেন্দ্রে নুসেরিয়া ও রাশিয়ানদের বিরুদ্ধে এক হামলায় খলিফার ছেলে হুদায়ফাহ আল বাদরি নিহত হয়েছেন।

বিবৃতিতে স্বয়ংক্রিয় অস্ত্র বহনকারী এক কিশোরের ছবি দেখানো হয়েছে। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। বাগদাদি কোথায় অবস্থান করছেন, তা অজানা থাকলেও তিনি জীবিত আছেন বলেই এ বিবৃতির ভাষ্য থেকে ধারণা দেয়া হয়েছে। আইএস যোদ্ধারা ২০১৪ সালে উত্তর ইরাকের অধিকাংশ এলাকা দখল করে নেয়ার পর মসুরের এক মসজিদ থেকে তিনি খিলাফতের ঘোষণা দিয়েছিলেন।

এমজে/