ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

সুন্দরবন ধ্বংসের মাইলফলক বিদ্যুৎ কেন্দ্রের মুল অবকাঠামো নির্মাণের চুক্তি উল্লেখ করেছে সুন্দরবন রক্ষা কমিটি

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৮:৫৫ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মুল অবকাঠামো নির্মাণের চুক্তিকে সুন্দরবন ধ্বংসের মাইলফলক বলে উল্লেখ করেছে সুন্দরবন রক্ষা কমিটি। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আগের দিন সাক্ষর হওয়া চুক্তির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। এ সময় চুক্তি বাতিলেরও দাবি জানান তারা। সুন্দরবনের ১৪ কিলোমিটার উজানে বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধীতা পরিবেশবাদিরা করছিলেন শুরু থেকেই। কয়লা পরিবহন ও ছাইসহ বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যে ধ্বংস হতে পারে সুন্দরবন এমন আশঙ্কায় বহুবার রাজপথেও নেমেছেন। কিন্তু, অনড় অবস্থানে থাকা সরকার শেষ পর্যন্ত মুল অবকাঠামো নির্মানের পথে। এর তীব্র নিন্দা জানালেন পরিবেশবাদিরা। সরকার এই চুক্তিকে সাফল্য বলে দাবি করলেও দেশের ইতিহাসে এটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে বলেই দাবি তাদের। পরিবেশবাদীরা বলছেন, দেশের প্রয়োজনে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানে আপত্তি নেই, তবে তা অবশ্যই সুন্দরবনের ধারে কাছে না।