ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

ফেনীতে বাস চাপায় শিশু নিহত   

প্রকাশিত : ১০:১৫ পিএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেকেরবাজারে জোনাকী বাস চাপায় রুহুল আমিন ভূঁইয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রুহুল আমিন ভূঁইয়া দাগনভূঁইয়া উপজেলার উত্তর আলীপুর ধানু ভূঁইয়া বাড়ীর আবুল হোসেন এর ছেলে। নিহত শিশুটি স্থানীয় আমিন উল্যাহ ইসলামিয়া মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্র বলে জানা গেছে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে বেকেরবাজার এলাকায় ওইদিন সকালে রুহুল আমিন নামের ওই শিশুটি রাস্তা পার হচ্ছিল।

এ সময় চট্রগ্রাম থেকে রায়পুরগামী জোনাকী পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

দাগনভূঁইয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক বাসটি আটক করা হয়েছে।   

এমএইচ/এসি