ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

অহংকারি ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ১০:২১ এএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:২২ এএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

‘আমেরিকাই পৃথিবীর ইতিহাস বদলেছে, আমরাই অন্যান্য দেশকে পথ দেখিয়েছি’ -আমেরিকার স্বাধীনতা দিবসে ঠিক এই বার্তা দিয়েই নিজের আত্ম অহংকারের জানান দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
২৪২তম মার্কিন স্বাধীনতা দিবসে ওয়াশিংটন আলোকিত। সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে এদিন ভাষণ রাখেন ট্রাম্প। সেনাদের আরও সতর্ক হওয়ার বার্তা দিয়ে ট্রাম্প জানান, শত্রুকে কড়া জবাব দিতে প্রস্তুত আমেরিকা। স্বাধীনতা দিবসে সেই শপথ আরও একবার নিক দেশের সেনারা।
হোয়াইট হাউস এদিন ছিল ছুটির মেজাজে। প্রায় ১০০ সামরিক কর্মকর্তা ও তার পরিবার ছিলেন আমন্ত্রিত। হোয়াইট হাউসের বৃহৎ বারান্দা থেকে ফার্স্ট লেডিকে পাশে নিয়ে ভাষণ দিলেন ট্রাম্প।

বললেন-‘আমরা স্বাধীন হয়েছিলাম সাহসী দেশপ্রেমিকদের জন্য, তাদের সম্মান জানিয়েই আমেরিকা নতুন অধ্যায় শুরু করে, যা এখনও বহাল, আমরাই পৃথিবীর সমস্ত শক্তিশালীদের যোগ্য জবাব দিয়েছি।’

সূত্র : ওয়াশিংটন টাইমস

এসএ/