ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

চট্টগ্রাম কমার্স কলেজে ওরিয়েন্টেশন প্রোগামের আয়োজন

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৮:৪৭ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার

চট্টগ্রাম কমার্স কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগামের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। নতুন শিক্ষার্থীদের জঙ্গীবাদের ভয়াবহতা থেকে দুরে থেকে দেশ, সমাজ এবং রাষ্ট্র বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন শিক্ষকরা। তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ  থাকতে হবে। শহীদ সৈয়দ রফিক মিলনায়নে প্রফেসর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইয়ূব ভূইয়া, অধ্যাপক মোহাম্মদ শওকত আলী, অধ্যাপক মোহাম্মদ কামাল।