ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৪ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৮ পিএম, ১৪ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

নানা সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালটি চলছে অনেকটাই খুঁড়িয়ে খুঁড়িয়ে। আসন সংখ্যার তুলনায় রোগীর চাপ বেশি। হাসপাতালে পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সরঞ্জাম। পরীক্ষা-নিরীক্ষার জন্য নেই ভালো মেশিন ও টেকনোলজিস্ট। সেই সঙ্গে পর্যাপ্ত লোকবল ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীরা পাচ্ছেন না সঠিক সেবা। নামে আধুনিক সদর হাসপাতাল হলেও বাস্তব চিত্র ঠিক তার উল্টো। তারমধ্যেই আবার ১০০ সয্যার হাসপাতালটিতে ২৫০ সয্যায় উন্নীত করার ঘোষণাও দেয়া হয়েছে। আসন সংখ্যার তুলনায় ২ থেকে ৩ গুন রোগী ভর্তি হওয়ায় এভাবেই হাসপাতালের মেঝেতে পড়ে থাকতে হচ্ছে রোগীদের। ২২ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র ১৩ জন। সার্জারী ও গাইনী বিভাগে চিকিৎসক থাকেন না সবসময়। বিনা চিকিৎসায় অনেক সময় ফিরে যেতে হয় রোগীদের। ওষুধসহ প্রয়োজনীয় সবকিছুই সরকারিভারে সরবরাহ করার কথা থাকলেও কিনতে হয় বাইরে থেকে। হাসপাতালের এক্সরে মেশিন অকেজো। আল্ট্রাসনোগ্রাম মেশিন থাকলেও নেই টেকনোলজিস্ট। এমনি হাজারো অভিযোগ রোগী ও স্বজনদের। রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে সিভিল সার্জন জানালেন, জনবল সংকটের কারণে সব রোগীর সঠিক সেবা দেয়া সম্ভব হচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের।