ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

মার্কিন ড্রোন হামলায় ৪ জঙ্গি নিহত

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার

আফগানিস্তানে মার্কিন জোটের হামলায় অন্তত ৪ জঙ্গি নিহত হয়েছে। দেশটির নানগরহার প্রদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট ড্রোন হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ৪ জঙ্গি-ই আইএস সদস্য বলে জানা গেছ।

প্রাদেশিক সরকার জানায়, শনিবার রাতে জোটবাহিনী আচিন জেলার বানদার এলাকায় আইএস জঙ্গির আস্তানা লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। তবে হামলায় কোন বেসামরিক নাগরিক হতাহত হননি বলে জানিয়েছে চীনা গণমাধ্যম সিনহুয়া।

কাবুল থেকে ১২০ কিলোমিটার দূরের এই জেলাতে আইএস জঙ্গিদের শক্ত অবস্থান রয়েছে। তবে এই হামলার ব্যাপারে আইএস বাহিনীর পক্ষে কোন বিবৃতি দেয়া হয়নি।

এমজে/