ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

মিয়ানমার পুলিশপ্রধান ঢাকায়, বিকেলে বৈঠক

প্রকাশিত : ০৮:৪০ এএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

চলমান রোহিঙ্গা সংকটের মধ্যে এখন ঢাকায় অবস্থান করছেন মিয়ানমারের পুলিশপ্রধান। আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগের পাশাপাশি মাদক ও সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সোমবার বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের পুলিশপ্রধানের বৈঠকের কথা রয়েছে।
জানা গেছে, মিয়ানমারের পুলিশপ্রধানের রবিবার রাত ১২টার দিকে বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি আজ বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে বৈঠক করবেন।
এসএ/