ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

এমবাপ্পে-পগবাকে নিয়ে যা বললেন ম্যারাডোনা

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

রাশিয়া বিশ্বকাপে একের পর এক মন্তব্য করে শিরোনামে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি সাবেক ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।

ফ্রান্সের খেলোয়াদের বেশিরভাগই আফ্রিকান বংশোদ্ভুত ফুটবলার হওয়ায় তিনি তার সমালোচনা করেছেন।

তিনি এ বিষয়টিকে ‘মাফিয়া’র সঙ্গে তুলনা করেছেন।

তিনি বলেন, আফ্রিকান খেলোয়াড়কে জাতীয়করণের জন্য ইউরোপে নিয়ে যাওয়া হয়। আর এতে খেলোয়াড়েরাও সম্মত হন। কারণ, তারা উন্নত জীবন যাপনের সুযোগ পায়। সঙ্গে নিজেদের প্রমাণের সুযোগ ও দিনে চার বেলা খাবারের নিশ্চয়তা তো আছেই।

পরিসংখ্যানে দেখা যায়, ফ্রান্সের জাতীয় ফুটবল দলের ২৩ সদস্যের মধ্যে ১৪ জনই আফ্রিকান বংশোদ্ভূত। অঙ্কের বিচারে যা প্রায় ৭৯ ভাগ।

শুধু ফ্রান্সই নয়, বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখানো ইংল্যান্ড ও বেলজিয়াম দলেও আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলার রয়েছে।

এদিকে ফ্রান্স দলে আফ্রিকার মোট ১১টি দেশের বংশোদ্ভূত খেলোয়াড় আছেন। এর মধ্যে আলজেরিয়া, ক্যামেরুন, কঙ্গো, সেনেগাল, নাইজেরিয়া থেকে আসা ফুটবলাররা রয়েছেন।

এমবাপ্পেকে নিয়ে যে এত মাতামাতি চলছে, তার জন্ম ফ্রান্সে হলেও বাবা ক্যামেরুনিয়ান ও মা আলজেরীয়। আরেক তারকা ফুটবলার পল পগবার কথা বলবেন? তার বাবা-মা দুজনেই এসেছেন আফ্রিকার গিনি থেকে।

এমএইচ/ এআর