ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

‘মালয়েশিয়ায় মেগা-থ্রি অভিযান অব্যাহত থাকবে’ 

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিক আটকের মেগা- থ্রি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তাফার আলী। 

গতকাল রোববার স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, মালয়েশিয়ায় অবৈধ বিদেশিদের চাকুরীতে বহাল রাখা অবস্থায় কোন অভিবাসী আটক হলে তার মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও বিদেশিকর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়ার আইন অনুযায়ী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে মালিকদের পরামর্শ দেন তিনি। 

মোস্তাফার আলী বলেন, যখন অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়, তখন অনেকের কাছ থেকে  আমাদের নানা রকম কথা শুনতে হয়। তাই তিনি বিদেশিকর্মীদের নিয়োগের ক্ষেত্রে দেশটির প্রচলিত আইন ও নিয়মাবলী পালন করার কথা জানান।

এদিকে গত ১ জুলাই থেকে শুরু হওয়া মেগা-থ্রি অভিযান বন্ধের আহবান জানিয়েছে মালয়েশিয়ান বার কাউন্সিল। শুক্রবার সরকারকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অপারেশন বন্ধের এ আহবান জানানো হয়।

মালয়েশিয়ান বার কাউন্সিলের সভাপতি জর্জ ভুরুগুসে বলেন, বেশিরভাগ অভিবাসীর বৈধ নথি গ্রহণের কোনো উপায় নেই এবং তাদের নিয়োগকর্তাদের ওপর নির্ভর করতে হয়।   

এমএইচ/এসি