ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপ

কাপ ফিরছে ইংল্যান্ডের ঘরেই!

প্রকাশিত : ০৯:০৫ এএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:০৬ এএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার

গত কয়েক দিন ধরেই লন্ডনের আকাশ রোদ ঝলমলে, যেন দেশের মানুষের মনের অবস্থার এক প্রতিচ্ছবি। বাড়িতে, পাবে, দোকানে বাজছে একটাই গান— ‘ফুটবল’স কামিং হোম।’ বাইশ বছর আগের লেখা গানটি ঘুরছে সবার মুখে মুখে। কাপ এ বার ঘরে ফিরছে।

২৮ বছর আগে, সেই ১৯৯০-তে সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। তার পর আর ফুটবল দেবতা সে দেশের প্রতি প্রসন্ন হননি। কিন্তু ভাগ্যের চাকা ঘুরেছে। সৌজন্যে, কোচ গ্যারেথ সাউথগেট আর তার ছেলেরা। ১৯৯৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির কাছে পেনাল্টি শুট আউটে হেরেছিল ইংল্যান্ড। পেনাল্টি মিস করেছিলেন গ্যারেথ। রাতারাতি খলনায়ক হয়ে যান তিনি। রাস্তাঘাটে তাকে দেখলেই দুয়ো দিতে শুরু করত সবাই। পিৎজ়ার দোকানেও তাকে যেতে হত মুখ ঢেকে।

এবার আর টিম ইংল্যান্ড পেনাল্টি ফস্কাচ্ছে না। সবাই আশা করে রয়েছে, ফস্কে যাবে না কাপটাও।

সূত্র: আনন্দবাজার

একে//