ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

সংরক্ষিত আসন নিয়ে নারী নেত্রীদের হতাশা [ভিডিও]

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার

সংসদে নারী আসনের মেয়াদ বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নারী নেত্রীরা। আরো ২৫ বছর সংসদে সংরক্ষিত নারী আসন বহাল থাকায় তৃণমূলের নারীদের মূলধারায় আনতে সহায়ক হবে বলে মনে করেন নারী সাংসদরা।

অন্যদিকে, এই বিধানকে পশ্চাৎমুখী সিদ্ধান্ত হিসেবে দেখছেন নারী নেত্রীরা।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ২৫ বছর সংরক্ষিত আসন বহাল রেখে ৮ জুলাই সংবিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয় সংসদে। বিলটির পক্ষে ২শ’ ৯৮টি ভোট পড়লেও বিপক্ষে কোন ভোট পড়েনি।

নারীদের মূলধারায় সম্পৃক্ত করতে সংরক্ষিত আসনের বিধান এখনো প্রয়োজন বলে মনে করেন নারী সংসদ সদস্যরা।

অন্যদিকে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের বিধান না রেখে, সময়সীমা ২৫ বছর বাড়ানোয় হতাশা প্রকাশ করেছেন নারী নেত্রী আয়েশা খানম।

তার মতে, এ’ ধরণের পশ্চাৎপদ সিদ্ধান্ত নারী সমাজের চলমান অগ্রযাত্রা বাধাগ্রস্ত করবে।

এই পদক্ষেপ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রক্রিয়া দীর্ঘায়িত এবং জটিল করবে বলেও মনে করেন তিনি।