ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

কুমিল্লায় ছুরিকাঘাতে কলেজ ছাত্রকে হত্যা

প্রকাশিত : ০৯:০১ এএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহাব উদ্দিন অন্তু নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে  নগরীর ধর্মসাগর পাড় এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিহাব কুমিল্লার অজিত গুহ কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিল। সে জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

একে//