ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুত ছিল না আর্জেন্টিনা  

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

 

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার পারফর্মেন্স দেখে ক্ষুব্ধ বুলগেরীয় কিংবদন্তী, ১৯৯৪ সালের ব্যালন ডি`অর জয়ী ও টিভি নেটওয়ার্ক ইউনিভিশন দেপোর্তিসের ধারাভাষ্যকার হিস্ট্রো। তার দাবি, রাশিয়ায় বিশ্বকাপ ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামতে নিজেদের যথার্থ প্রস্তুত করেনি আর্জেন্টিনা।   

এবারের আসরের অন্যতম ফেবারিট হিসেবে শুরু করা আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে। সুপারস্টার লিওনেল মেসির ওপর দলের সবার অতিমাত্রায় নির্ভরতায় বিরক্ত হিস্ট্রো স্টোইশোভ। তার মতে, এটা মোটেই ঠিক সিদ্ধান্ত ছিল না।   

তিনি বলেন, `সবকিছুর জন্য মেসিকে দোষারোপ করা ঠিক নয়। আর্জেন্টিনার জেতার মতো সবকিছুই ছিল কিন্তু তারা হেরে যেতে সবকিছু করেছে। কেউ মেসিকে সাহায্য করেনি। কারও মধ্যে সে চেষ্টাটাই ছিল না। মেসি, ম্যাসচেরানো কিংবা গোলরক্ষককে দোষ দেয়া খুব সহজ। কিন্তু সাম্পাওলির বেশ কিছু ভুল ছিল, আর্জেন্টিনার ফুটবল সংস্থা এর দায় এড়াতে পারে না।`  

সূত্র: ওয়ান ফুটবল

এসি