ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

আইএলও’র বীমা স্কিম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:২৮ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১১:৩৯ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

আন্তর্জাতিক লেবার অরগানাইজেশন (আইএলও’র) উদ্যোগে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন দপ্তরে “বাংলাদেশে কর্মস্থলে আঘাতজনিত বীমা স্কিম” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।  

মঙ্গলবার ঢাকা অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।   

কর্মশালায় জেনেভা থেকে আগত আইএলও মিশনের প্রতিনিধিগন, বিজিএমইএ’র পক্ষ থেকে সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির ও পরিচালকবৃন্দ এবং বিকেএমইএ, বিটিএমএসহ  বিভিন্ন সংগঠনের মালিকপক্ষের প্রতিনিধিগন অংশগ্রহন করেন।  

কর্মশালার মূল বিষয় ছিলো কর্মস্থলে দূর্ঘটনায় আঘাতজনিত কারণে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য পর্যাপ্ত, সাশ্রয়ী এবং টেকসই চিকিৎসা ও আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে ‘বাংলাদেশে কর্মস্থলে আঘাতজনিত বীমা স্কিম’ চালু করার বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গ্রহণ করা।  

কর্মশালায় হিরোশি ইমাবানা, সিনিয়র পলিসি এডভাইজার, এন্টারপ্রাইজ ডিপার্টমেন্ট, আইএলও, জেনেভা উপরোক্ত স্কিম চালুর যৌক্তিকতা তুলে ধরেন।  

কেআই/এসি