আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী
প্রকাশিত : ০৮:১৯ এএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে এক দিনের সফরে আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজী মোহাম্মদ বিন সাবু।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। বৈঠক শেষে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। সেখানে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
সফর শেষে আজই কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
এসএ/