ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

কষ্টার্জিত জয়ে সেমিতে নাদাল

প্রকাশিত : ০৯:০৬ এএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

এক নম্বর কোর্টে নাটকীয় লড়াইয়ে কেভিন অ্যান্ডারসনের কাছে যখন হার মানলেন রজার ফেদেরার, তখন সেন্টার কোর্টে দেল পোত্রোর বিরুদ্ধে নাদালের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়ে গিয়েছে৷ সেস্টার কোর্টে সময় যত গড়িয়েছে, নবম দিনে জোড়া অঘটনের আশঙ্কা জাঁকিয়ে বসেছিল উইম্বলডনে৷

গ্যালারিতে আতঙ্ক ছড়ালেও শেষমেশ দেল পোত্রোর বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন দ্বিতীয় বাছাই নাদাল৷ পাঁচ সেটের ম্যারাথন কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-৭ (৭/৯), ৪-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে জয় তুলে নেন স্প্যানিশ তারকা৷

অপর কোয়ার্টার ফাইনালে ২৪ তম বাছাই কেই নিশিকোরির কাছে একটি সেট খোয়াতে হলেও শেষমেশ ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি দ্বাদশ বাছাই নোভাক জকোভিচের৷ ৬-৩, ৩-৬, ৬-২, ৬-২ সেটে ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নেন জোকার৷ সেমিফাইনালে অবশ্য তাঁর সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে৷ তাঁকে লড়াইয়ে নামতে হবে টুর্নামেন্টের হট ফেভারিট রাফায়েল নাদালের বিরুদ্ধে৷

অন্যদিকে ফেদেরারকে ছিটকে দেওয়া কেভিন অ্যান্ডারসন প্রথমবার উইম্বলডনের সেমিফাইনাল খেলতে নামবেন নবম বাছাই জন ইসনারের বিরুদ্ধে৷ শেষ কোয়ার্টার ফাইনালে ইসনার ৬-৭ (৫/৭), ৭-৬, (৯/৭), ৬-৪, ৬-৩ সেটে পরাজিত করেছেন ত্রয়োদশ বাছাই কানাডিয়ান তারকা মিলোস রাওনিচকে৷

এমজে/