ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

নেত্রকোণায় বারোমাসি আম বাগান করে আর্থিক স্বচ্ছলতা(ভিডিও)

প্রকাশিত : ১০:৫৭ এএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

নেত্রকোণায় বারোমাসি আম বাগান করে আর্থিক স্বচ্ছলতার মুখ দেখেছেন যুবক হুমায়ুন আহম্মেদ। তার বাগানে নিয়মিত ফলছে আফ্রিকান আমসহ ১৮ জাতের ফল। প্রতি মাসে ৪’শ থেকে ৫’শ কেজি আম বিক্রি করে উৎপাদন খরচ ছাড়াই বছরে প্রায় সাড়ে ৪ লাখ টাকা আয় করছেন তিনি। আর তাকে দেখে এলাকার অনেকেও আগ্রহী হয়ে উঠছে বারোমাসি আম চাষে।

নেত্রকোণা সদরের মেদনী ইউনিয়নের কয়রাটি গ্রামের যুবক- হুমায়ূন আহম্মেদ। এইচএসসি পাশ করে কিছুদিন বগুড়ায় চাকরি করেন। এর সুবাদে সেখানের বিভিন্ন গ্রামে আমসহ নানান ফলের বাগান দেখে নিজেও বাগান করতে উৎসাহী হন। অতঃপর ২০১৪ সালে গ্রামে ফিরে প্রথমে বাড়ির আঙ্গিনায় মিশ্র ফলের বাগান শুরু করেন।

দেশী গাছের বদলে ভারত থেকে সংগ্রহ করেন আফ্রিকান বারোমাসি আমের কলম। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনে আনেন উন্নত জাতের লেবু, লিচু, কমলা, মাল্টাসহ অন্যান্য ফলের বীজ ও চারা। বর্তমানে তার বাগানে আছে ১শ ২০টি আফ্রিকান বারোমাসি আম গাছ। 

তার দেখাদেখি অনেকে আগ্রহী হয়ে উঠছেন বারোমাসি আম চাষে।

কৃষি বিভাগ এই আমচাষীদের সব ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

সরকার মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে এমনটাই প্রত্যাশা চাষীদের।