ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

রোনাল্ডোর রিয়াল ছাড়ার কারণ তাহলে এই

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৯ এএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

কে সেরা ফুটবলার? এখনো বিশ্বের বেশিরভাগ মানুষই মনে করেন লিওনেল মেসি। এমনকি খোদ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও মনে করে ওই একটি নামই এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সেরা হটকেক। তবে তা অবশ্যই মানতে নারাজ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর নিজেকে মেসির চেয়েও সেরা ফুটবলার প্রমাণ করতেই নাকি জুভেন্টাসে পাড়ি দিয়েছেন পর্তুগিজ এই তারকা।

ইতালির সাবেক ফুটবলার ও ম্যানচেস্টাই ইউনাইটেডের রোনাল্ডোর সাবেক সতীর্থ রায়ান গিগস এ কথা বলেন। তিনি বলেন. ‘মেসির কারণেই রোনাল্ডো স্পেন ত্যাগ করছে। রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে যাওয়ায় আমি বিস্মিত। এটা ওঁর কাছে বিশাল চ্যালেঞ্জ হতে চলেছে। ওঁর সিভি-তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাস— দুর্দান্ত একটা সিভি।’

শেষ দশ বছর ধরে শ্রেষ্ঠত্বের লড়াই দেখেছে লা লিগা। রোনাল্ডো, মেসির দ্বৈরথে লাভ কুড়িয়েছে স্প্যানিশ ফুটবল লিগ। কিন্তু আসন্ন মরশুম থেকে একই লিগে থাকবে না রোনাল্ডো-মেসি মহারণ। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়ে গিগস রোনাল্ডোর সতীর্থ ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগ-ও জিতেছেন একইসঙ্গে । তিনি প্রাক্তন সতীর্থের দল ছাড়ার প্রসঙ্গ টেনে এনেছেন মেসিকে। বলছেন, ‘মেসির থেকে ভাল ফুটবলার প্রমাণ করতে ও আসক্ত। ও এখন সেই চ্যালেঞ্জ ছোঁড়ার মতো জায়গায় চলে এসেছে। ও বলতেই পারে, ‘আমি ইংল্যান্ড, স্পেনে প্রমাণ করেছি। এমনকি জাতীয় দলের হয়ে খেলেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ইতালিতেও এটা করব।’

এমজে/