ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

‘তাজমহল ভেঙে দিন, না হলে পুনরুদ্ধার করুন’

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

তাজমহলের রক্ষণাবেক্ষণ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার আদালত বলে যে,  হয় আপনারা এটি (তাজমহল) ধ্বংস বা বন্ধ করে দিন, নতুবা পুনরুদ্ধার করুন।

আদালত বলে, বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধের রক্ষণাবেক্ষণ ইদানিং `হোপলেস কজ` হয়ে দাঁড়িয়েছে।

মোগল আমলের এই ঐতিহাসিক সৌধের তাত্পর্য ব্যাখ্যা করতে গিয়ে আদালত বলে, তাজমহল বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা পালন করতে পারে।

এসময় বিচারপতিরা আইফেল টাওয়ারের তুলনায় তাজমহল অনেক বেশি সুন্দর বলে উল্লেখ করেন।

দূষণের উত্স খুঁজে বের করতে একটি বিশেষজ্ঞ কমিটি নিয়োগের নির্দেশ দিয়েছে দেশটির শীর্ষ এই আদালত।

উল্লেখ্য, আগ্রা শহরটি বর্তমানে বাণিজ্যিক এলাকার অন্তর্গত। বিগত তিন দশকে ওই এলাকার দূষণ মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর ২০১৮ সালের রিপোর্ট অনুসারে দূষিত শহরগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে আগ্রা।

সাম্প্রতি তাজমহলকে উত্তরপ্রদেশের ভ্রমণ মানচিত্র থেকে বাদ দেওয়ায় বিতর্কের সম্মুখীন হয়েছে যোগী সরকার।

সূত্র: জি নিউজ

এমএইচ/ এআর