ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

২৬ জনকে নিয়োগ দেবে ক্রীড়া পরিদপ্তর

প্রকাশিত : ০১:১৯ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

ক্রীড়া পরিদপ্তরের অধীনস্থ জেলা ক্রীড়া অফিস এবং শারীরিক শিক্ষা কলেজের জন্য ৯ পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা

প্রধান সহকারী পদে ৪ জন

যোগ্যতা

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

বেতন

১০২০০-২৪৬৮০ টাকা

২. পদের নাম ও সংখ্যা

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮ জন

যোগ্যতা

কোনও স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় ও ইংরেজি মুদ্রাক্ষর লিখনে সরকার কর্তৃক সময় নির্ধারিত গতি এবং কম্পিউটার চালনার বাস্তব জ্ঞান থাকতে হবে।

বেতন

৯৩০০-২২৪৯০ টাকা

৩. পদের নাম ও সংখ্যা

লাইব্রেরিয়ান পদে ১ জন

যোগ্যতা

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি সাইন্সে ডিপ্লোমা থাকতে হবে।

বেতন

৯৩০০-২২৪৯০ টাকা

৪. পদের নাম ও সংখ্যা

অফিস সহায়ক পদে ৪ জন

যোগ্যতা

অন্যূন অষ্টম শ্রেণি পাস এবং অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে।

বেতন

৮২৫০-২০০১০ টাকা

৫. পদের নাম ও সংখ্যা

নিরাপত্তা প্রহরী পদে ২ জন

যোগ্যতা

অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বেতন

৮২৫০-২০০১০ টাকা

৬. পদের নাম ও সংখ্যা

আয়া পদে ১ জন

যোগ্যতা

কোনও স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন

৮২৫০-২০০১০ টাকা

৭. পদের নাম ও সংখ্যা

বাবুর্চি পদে ২ জন

যোগ্যতা

কোনও স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কুক হিসেবে দেশি ও বিদেশি খাবার প্রস্ততে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

৮২৫০-২০০১০ টাকা

৮. পদের নাম ও সংখ্যা

গ্রাউন্ডসম্যান পদে ৩ জন

যোগ্যতা

কোনও স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন

৮২৫০-২০০১০ টাকা

৯. পদের নাম ও সংখ্যা

পরিচ্ছন্নতাকর্মী পদে ১ জন

যোগ্যতা

অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বেতন

৮২৫০-২০০১০ টাকা

আবেদনের নিয়ম

আবেদনকারীকে ক্রীড়া পরিদপ্তরের ওয়েবসাইটে (www.ds.gov.bd) প্রকাশিত ‘চাকরির আবেদন ফরম’ হুবহু অনুসরণ করে পরিচাল, ক্রীড়া পরিদপ্তর, মওলানা ভাসানী স্টেডিয়াম, ঢাকা-১০০০ ঠিকানাযুক্ত খামে (খামে পদের নাম ও জেলা উল্লেখসহ) সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। ক্রমিক নং ১ হতে ৪ পর্যন্ত প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং ৫ হতে ৮ পর্যন্ত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা পরীক্ষার ফি বাবদ ১-৩৬৩১-০০০০-২০৩১ নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানপূর্বক চালানের মূলকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এছাড়া নির্ধারিত ফরমে আবেদনের সঙ্গে পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। আবেদনের সঙ্গে কোনও সনদ/সনদের ছায়ালিপি সংযুক্ত করার প্রয়োজন নেই।

আবেদনের সময়সীমা

আগামী ৩১ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

সূত্র: যুগান্তর, ১২ জুলাই ২০১৮, পৃ.১৬

একে//