Ekushey Television

প্রথম সিনেমাতেই শাকিব খানের নায়িকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

প্রথম সিনেমাতেই শাকিব খানের নায়িকা

প্রথম সিনেমাতেই শাকিব খানের নায়িকা

ময়মনসিংহের মেয়ে মৃদুলা। বাবা ব্যবসায়ী। মা শিক্ষকতা পেশায় নিয়োজিত। সৌন্দর্যের সংজ্ঞায় মৃদুলার কোনো কমতি নেই। দোহারা গড়ন, মিষ্টি হাসি, ডাগর চোখের চাহনি, সাড়ে ফুট উচ্চতার মেয়েটি এরই মধ্যে সবার নজর কেড়েছে। তাইতো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ পেলেন তিনি। প্রথম সিনেমাতেই শাকিব খানের নায়িকা। ভাবা যায়? সিনেমার নাম ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’

মিডিয়ায় কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই মৃদুলার। যদিও মিডিয়ার দৈন্যতার কারণে পরিবার তার এ ইচ্ছাকে খুব একটা সমর্থন করেনি। তবুও থামেননি তিনি। অদম্য ইচ্ছার কাছে অবশেষে হার মানতে হল পরিবারের। বিশেষ করে শাকিব খানের বিপরীতে প্রথম সিনেমাতে কাজ করাটাই সৌভাগ্যের মনে করছেন তারা। মৃদুলারও বিষয়টি নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মৃদুলা বলেন, ‘শাকিব ভাইয়ার সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে কাজ করছি। এটা আমার জন্য অবশ্যই অনেক বড় পাওয়া। আমি নিজেও তার একজন ভক্ত। এবার তার সঙ্গে একই স্ক্রিনে কাজ করব। প্রত্যাশা অনেক বেশি। পূরণ করতে পারব কিনা জানি না। তবে চেষ্টা করব দর্শকদের মনের মতো করে কাজ করার। আমাকে সুযোগ করে দেয়ার জন্য শাপলা মিডিয়ার সেলিম খান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি শাকিব ভাইয়ার প্রতিও কৃতজ্ঞ, তিনি আমাকে তার সঙ্গে নায়িকা হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছেন।’

উল্লেখ্য, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অধ্যয়নরত মৃদুলা। চলচ্চিত্রে প্রথম হলেও মিডিয়াতে কিন্তু কাজ প্রথম নয় এটি। গত বছর সিম্পনি মোবাইলের বিজ্ঞাপনে কাজের মাধ্যমে ভিজ্যুয়াল মিডিয়ায় পা রাখেন মৃদুলা। এরপর ভিগো ইলেক্ট্রনিক্স ও গার্নিয়ার ক্রিমের বিজ্ঞাপনেও কাজ করেন।

এ ছাড়া বেশ কয়েকটি স্থির বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি।

এসএ/