Ekushey Television

শিশুটির ৪ হাত ৪ পা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

শিশুটির ৪ হাত ৪ পা!

শিশুটির ৪ হাত ৪ পা!

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চার হাত ও চার পা-বিশিষ্ট অস্বাভাবিক এক শিশুর জন্ম দিয়েছেন কণিকা বেগম নামে এক প্রসূতি। তবে জন্মের ঘণ্টাখানেক পরেই মারা যায় নবজাতকটি। অসুস্থ রয়েছেন শিশুটির মা।

বুধবার বিকালে প্রচন্ড প্রসব ব্যথা হয় কণিকা বেগমের। পরে গ্রামের দাই দিয়ে শিশুটির প্রসব করানো হয়।  সংবাদটি মুহূতেই ছড়িয়ে পড়লে উৎসুক স্থানীয়রা একনজর দেখতে ভিড় জমায়।

ওই প্রসূতি উপজেলার দেওয়ানগঞ্জ ইউনিয়নের বীর উতমারচর গ্রামের ভ্যানচালক মোস্তফার স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, বিষয়টি অস্বাভাবিক।

একে//