ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫,   বৈশাখ ২২ ১৪৩২

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় জেলে নিহত

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৭ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০২:৫০ পিএম, ১৭ জুলাই ২০১৬ রবিবার

সিরাজগঞ্জের বাঘাবাড়ির করতোয়া নদীতে আব্দুস সালাম নামে এক জেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শনিবার রাতে করতোয়া নদীতে মাছ ধরতে যায় সালাম ও তার ছেলে। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী নৌকায় হামলা চালিয়ে সালামকে জবাই করে। তার ছেলে বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ভোরে বিষয়টি জানাজানি হলে সালামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে সাভারের নামা গেন্ডায় একটি ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।