ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী পলাতক

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৩৪ এএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনি আক্তার নামে এক গার্মেন্ট কর্মীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মিজমিজি বাতেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মনি আক্তার সিদ্ধিরগঞ্জ ইপিজেটের ফ্যাশন সিটি গার্মেন্টে কাজ করতেন। তিনি স্থানীয় রুহুল আমিনের বাড়িতে ভাড়া থাকতেন।

পরিদর্শক আব্দুল আজিজ জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাকে কয়েক দিন আগেই হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশের ওই কর্মকর্তা।

একে//