ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

হিলারি ক্লিনটনকে হারিয়ে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ০৪:৩৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের লড়াইয়ে, আইওয়া অঙ্গরাজ্যের ভোটের পুরো উল্টো চিত্র দেখা গেলো নিউ হ্যাম্পশায়ারে। ডেমোক্রেটিক পার্টি থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স। আর রিপাবলিকান পার্টি থেকে জয় পেয়েছেন বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প। আইওয়ায় রিপাবলিকান দলের অষ্টম অবস্থানে থাকা জন কেসিচ উঠে এসেছেন দ্বিতীয় অবস্থানে। ডেমোক্রেটিক শিবিরে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সিনিটর বার্নি স্যান্ডার্সের মধ্যে। দলীয় মনোনয়নের লড়াইয়ে আইওয়া অঙ্গরাজ্যে পয়েন্ট তিনের ব্যবধানে জয়ী হয়েছিলেন হিলারি। তবে এবার পাল্টে গেছে বাজি। নিউ হ্যাম্পশায়ায়রে হিলারির সঙ্গে স্যান্ডার্সের ভোট ব্যবধানের হার দুই অংকে গিয়ে দাঁড়িয়েছে। হেরেছেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। জয়ী হয়ে বেশ আনন্দিত স্যান্ডার্স। তাকে অভিনন্দন জানাতে ভুলেননি হিলারি। অন্যদিকে রিপাবলিকান দল থেকে বির্তকিত ও সমালোচিত প্রাথী ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছেন নিউ হ্যাম্পশায়ারবাসী। নির্বাচনী জরিপও বলছিলো একই কথা। আইওয়ার ভোটে অষ্টম অবস্থানে থাকা জন রিপাবলিকান কেসিচ সবাইকে অবাক করে দিয়ে এবার উঠে এসেছেন দ্বিতীয় অবস্থানে । আর আইওয়ায় জয়ী টেড ক্রুজ নেমে এসেছেন ৩য় অবস্থানে।