সম্পর্ক ঠিক রেখেই সমুদ্র সীমা জয় করেছি: শেখ হাসিনা
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে বিশাল সমুদ্র সীমা জয় করেছি। আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা জয়লাভ করেছি। সমুদ্রের বিশাল জলরাশিতে আজ আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।
আজ রোববার স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার শাহাদাতের পর ৭৬-৭৭ সাল থেকে পার্বত্য চট্টগ্রামে অশান্তি লেগে ছিল। ৯৩ তে আমরা ক্ষমতায় এসে পাহাড়ে শান্তি ফিরিয়ে এনেছি। পার্বত্য শান্তিচুক্তি করে পরিস্থিতি সামাল দিই। ভারত থেকে ৬৪ হাজার শরনার্থী ফেরত আনি।
তাঁর সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্থল সীমান্ত চুক্তি করে দিয়ে গিয়েছিলেন। ৯৬ সালে ক্ষমতায় এসে আমরা সেটি এগিয়ে নিয়ে যাই। পরে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সেটি তো এগিয়ে নিতে পারেই নি বরং থামিয়ে দেয়। ভারতের সঙ্গে আলোচনার ভয়ে তারা পিছু হটে।
২০০৮ সালে ক্ষমতায় আসার পর আমরা প্রতিবেশি দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের অমিমাংসিত বিষয়গুলো সুরাহা করি। আমরা ছিটবিনিময় চুক্তি করি।
প্রধানমন্ত্রী বলেন, এতোকিছুর পরও আমাদের বহু চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যেতে হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসএসএফের উর্দ্ধতন কর্মকর্তাসহ তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।
/ এআর /