ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

আত্মঘাতি গোলে এগিয়ে ফ্রান্স

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১০:৩৬ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

ক্রোয়েশিয়ান স্টাইকার মারিয়ো মানডজুকিকের আত্মঘাতি গোলে ১-০তে এগিয়ে গেলো ফ্রান্স। ম্যাচের ১৮ মিনিটে এ গোলটি হজম করে ক্রোয়েশিয়া।  রাশিয়ার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের সবুজ ঘাসে মুখোমুখি হয় দুই দল। শেষের শুরুর বাঁশি বাঁজে বাংলাদেশ সময় ঠিক রাত নয়টায়। বিশ বছর পর দ্বিতীয় বারের মতো শিরোপার হাতছানি ফ্রান্সের সামনে। আর ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ ক্রোয়েশিয়ার সামনে।

ফাইনালের দ্বৈরথে নিজেদের দলে পরিবর্তন আনেনি কোন দলই। সেমিফাইনালের একাদশের ওপরই আস্থা নিয়ে নেমেছে দুই দল। 

রাশিয়ার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের সবুজ ঘাসে মুখোমুখি হয় দুই দল। শেষের শুরুর বাঁশি বাঁজে বাংলাদেশ সময় ঠিক রাত নয়টায়। বিশ বছর পর দ্বিতীয় বারের মতো শিরোপার হাতছানি ফ্রান্সের সামনে। আর ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ ক্রোয়েশিয়ার সামনে।

ফাইনালের দ্বৈরথে নিজেদের দলে পরিবর্তন আনেনি কোন দলই। সেমিফাইনালের একাদশের ওপরই আস্থা টিম ম্যানেজমেন্টের।