ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

মানজুকিচের আত্মঘাতি গোল ইতিহাস গড়ল

প্রকাশিত : ১১:৪৬ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১২:০৭ এএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার খেলায় ক্রোয়েশিয়ার খেলোয়ার  মারিও মানজুকিচের আত্মঘাতি গোলে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

খেলা শেষে ৪-২ গোলে  জয় পায় ফ্রান্স। তবে মারিও মানজুকিচের এই আত্মগাতী গোল বিশ্বকাফ ফুটবলে ইতিহাস গড়েছে।

বিশ্বকাপ ইতিহাসে মারিও মানজুকিচ হলেন দ্বিতীয় ব্যক্তি যিনি  আত্মঘাতী গোল করেছেন এবং দেশের হয়ে আরেকটি গোল করেছেন।

এর আগে ১৯৭৮ সালের বিশ্বকাপে নেদালেন্ড ও ইতালির মধ্যকার খেলায় প্রথম ব্যক্তি হিসেবে অত্মঘাতি ও নিজ দেশের হয়ে গোল করেন আর্নীয় ব্র্যান্ডস।

উল্লেখ্য, ২০ বছর পর শিরোপা পুনরুদ্ধার করলো ফ্রান্স। ১৯৯৮ সালে প্রথমবার ফিফা বিশ্বকাপ জয়ের পর ২০১৮ এর চলতি রাশিয়া বিশ্বকাপও নিজেদের করে নিলো ফ্রান্স। ২০২২ সালে আগামী কাতার বিশ্বকাপের আগ পর্যন্ত ফুটবল দুনিয়ায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে থাকবে দলটি। তবে ক্রোয়েশিয়ার ভুলে আত্মঘাতি গোল আর হ্যান্ডবলের পেনালটি বাদ দিলে ম্যাচের ভাগ্য হয়তো অন্যরকম হতে পারতো। কিন্তু আপাতত রানারস আপ তকমা নিয়েই দেশে ফিরতে হবে ক্রোয়েশিয়ানদের।

 

এমএইচ/  এসএইচ/