ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

বিনা নোটিফিকেশনে মুছে যাবে স্প্যাম কল

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার

‘স্প্যাম’ কলগুলোকে চিহ্নিতকরণের জন্য ফোন অ্যাপে নতুন অপসন যোগ করল গুগল৷ ‘কলার আইডি অ্যান্ড স্প্যাম প্রটেকসন’৷ যেটির মাধ্যমে ফোনে আসা স্প্যাম কলগুলোকে বিনা নোটিফিকেশনেরই ফোন থেকে সরিয়ে দেওয়া হবে৷

শুক্রবার একটি ব্লগ পোস্ট করে কর্তৃপক্ষ৷ সেখানে জানানো হয়, ইউজার ফিলটার করা কলগুলোকে নিজের ফোন হিস্ট্রিতে দেখতে পাবেন৷ তাছাড়া সঙ্গে থাকবে রিসিভ করা ফোন কলগুলোর একটি তালিকা৷

অপসনটিকে ব্যবহার করার জন্য ইউজারকে ব্যবহৃত মোবাইল থেকে একটি ইনফরমেশন পাঠাতে হবে সংস্থাকে (গুগল)৷ কলার আইডি অ্যান্ড স্প্যাম প্রটেকসনকে ইউজার প্রয়োজনে বন্ধ করে দেওয়ার সুযোগও পাবেন৷ নিজের মোবাইলেই থাকবে অপসনটি৷ অ্যান্ড্রয়েড ৬ বা তার থেকেও বেশি উন্নত ভার্সানগুলোর ইউজাররাই অপসনটিকে ব্যবহার করতে পারবেন৷ সেটিংস্ থেকে টার্ন-অফের অপসন থাকছে৷

এর আগেও গ্রাহকদের প্রয়োজন মেটাতে সংস্থা এনেছে একাধিক নিত্যনতুন ফিচার৷ যেগুলো প্রযুক্তিজগতকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে৷ ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাও বেড়েছে৷ যার ফলস্বরুপ সংস্থা এনেছে নতুন উদ্ভাবনগুলোকে৷ যেগুলোতে মিলেছে সমাধান৷ ‘স্প্যাম’কলগুলো ইউজারকে সমস্যায় ফেলে, বিষয়টিতে কোনোরকম সন্দেহ নেই৷ তবে প্রযুক্তির হাত ধরে এখানেও মিলেছে সমাধান৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//