ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫,   বৈশাখ ২৩ ১৪৩২

অক্সফোর্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে লিস্টার সিটি

প্রকাশিত : ১১:২০ এএম, ২০ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ১১:২০ এএম, ২০ জুলাই ২০১৬ বুধবার

প্রীতি ম্যাচ ফুটবলে অক্সফোর্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশ লীগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। ১৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় অক্সফোর্ড ইউ্নাইটেড।  গোলটি করেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস। ২৮ মিনিটে লিস্টার সিটির হয়ে গোল করে দলকে সমতায় ফেরান ডেমারি গ্রে। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের গোলে জয় নিশ্চিত করে লিস্টার সিটি। ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার জেফ্রি।