ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়ি চাপায় এক নারী নিহত

প্রকাশিত : ১১:৩২ এএম, ২০ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ১১:৩২ এএম, ২০ জুলাই ২০১৬ বুধবার

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার মুকুল ফিলিং স্টেশনের কাছে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তা উদ্ধার করা হয়। ভোরে কোন গাড়ি চাপায় তিনি মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। নিহতের নাম পরিচয় জানা যায় নি।