ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

জনগণের টাকা আর যেন কেউ আত্মসাৎ করতে না পারে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:৩১ এএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:২৪ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের টাকা আর যেন কেউ আত্মসাৎ করতে না পারে সেজন্য কাজ করছে সরকার।

গণভবনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসমূহ ইলেক্ট্রনিক উপায়ে বিতরণ এবং মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ব্যাংক হিসাবে প্রদান শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন ক্ষুধায় কষ্ট না করে সেজন্য ভাতা দেওয়া হচ্ছে। প্রত্যেকে যেন ভাতার টাকা যথাযথভাবে পায় এবং কাজে লাগাতে পারে সেজন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃণমূল থেকে বয়স্ক ভাতা পাওয়া নারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তারা ভাতা দেওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ এআর /