ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

প্যারাডাইস পেপার্সে তালিকাভুক্ত ফারহানকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে নাম থাকা ইন্ট্রিডিপ গ্রুপের পরিচালক ফারহান ইয়াবুবুর রহমানকে অর্থপাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বেলা ১১টায় দুদক কার্যালয়ে এসে উপস্থিত হন ইয়াবুবুর রহমান। তাকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপপরিচালক আক্তার হামিদ ভূইয়া।

এর আগে গত ৮ জুলাই ফারহান ইয়াবুবুরসহ আরো দুইজনকে দুদকে তলব করা হয়। তারা হলেন এরিক জনসন আন্দ্রেস ও মাহতাব রহমান। তারা বিদেশে অর্থপাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। অর্থপাচারের বিষয়ে জানতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।
এর আগে সোমবার পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম আসা চারজনকে ১৬ জুলাই ও প্যারাডাইস পেপার্সে নাম থাকা তিনজনকে ১৭ জুলাই দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। রবিবার (৮ জুলাই) ওই সাত ব্যক্তিকে চিঠি দেয় দুদক।

বিশ্বে আলোড়ন তোলা পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্সে যেসব বাংলাদেশির নাম এসেছে, তাদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম ৩০ জুনের মধ্যে শেষ করার জন্য গত মাসে নির্দেশ দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্স হলো বিশ্বের ১৮০টি দেশের রাজনীতিক, সেলিব্রিটি ও বিত্তশালী মানুষের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্যের এক বিশাল ডাটাবেস। কর দিতে হয় না কিংবা খুবই নিম্নহারে কর দেওয়া যায়, এমন দেশে বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা।

আরকে//