ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৭ এএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার প্রহর ঘুচতে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার এ বছরের ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেছেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।

রীতি অনুযায়ী আজ সকাল ১০ টায় শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। এ সময় মুখ্যসচিব, শিক্ষাসচিব, বিভিন্ন বোর্ডের প্রধানসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী।

বেলা দেড়টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবেন।

বেশ কয়েক বছর ধরে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ফাঁসের ব্যাপক অভিযোগ পাওয়া গেলেও এবার প্রশ্ন ফাঁসের কোনো ধরনের অভিযোগ ছাড়াই শেষ হয়েছিল উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা।

বাংলাদেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এই পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

/ এআর /