ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ রাতে

প্রকাশিত : ১১:৫৩ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের চোখ এখন ওয়ানডে সিরিজের দিকে। ২২ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তার আগে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ।

জানা গেছে, এই প্রস্তুতি ম্যাচে খেলবেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। যদিও সোমবার মধ্যরাতে জ্যামাইকার উদ্দেশে বিমানে ওঠেন মাশরাফি। বাংলাদেশ থেকে জ্যামাইকাতে সরাসরি বিমান নেই বলে ঢাকা থেকে প্রথমে দুবাই, এরপর ইতালির মিলান হয়ে নিউইয়র্ক যেতে হয় মাশরাফিকে। নিউইয়র্ক থেকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় গিয়ে জ্যামাইকায় পৌঁছেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

স্থানীয় সময় দুপুর গড়াতেই শুরু হবে প্রস্তুতি ম্যাচ ( বাংলাদেশ সময় রাত ১টা)। টানা দুই দিনের লম্বা ভ্রমণ শেষে তার মাঠে নামাটা একরকম অসম্ভবই মনে হলেও তিনি এই ম্যাচে খেলবেন বলে জানা গেছে।

বাংলাদেশের প্রথম দুটি ওয়ানডে গায়ানাতে অনুষ্ঠিত হবে। যদিও প্রস্তুতি ম্যাচটি খেলতে হচ্ছে দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকার স্যাবাইনা পার্কে। মূল লড়াইয়ের আগে বাংলাদেশ দলের জন্য এই প্রস্তুতি ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহী।

ভাইস চ্যান্সেলর একাদশ: চ্যাডউইক ওয়াল্টন (অধিনায়ক), ক্রিস গেইল, ওজে শিল্ড, ওশেন ওয়াল্টার্স, আন্দ্রে রাসেল, আমির জঙ্গু, ইয়ানিক ওটলি, জারলানি সার্লস, নিকোলাস কিরটন, বিকাশ মদন, কাভেম হজ, জারমেইন লেভি ও গিলন টাইসন।

এসএইচ/