ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

এক ক্লিকেই জানুন ফেসবুকে এ পর্যন্ত কী কী করেছেন

প্রকাশিত : ১১:৪০ এএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার

মাঝে মধ্যেই ফেসবুকে যুক্ত হয় নতুন ফিচার্স। তবে এই ফেসবুকের মধ্যেই লুকিয়ে থাকে অনেক রকম গোপন ফিচার্স। সাধারণত নতুন ফিচার যোগ হলে ব্যবহারকারীদের নজরে চলে আসে। কিন্তু এমনও কিছু অজানা ফিচার্স যা ব্যবহারকারীদের অগোচরে থেকে যায়।

একটু চেষ্টা করলেই ফেসবুকে পুরনো পোস্ট ফিরে পাওয়া যায়। এমন ফিচার্স রয়েছে ফেসবুকের মধ্যেই। ফেসবুকের ‘অ্যক্টিভিটি লগ’-নামে একটি অপশনে গিয়েই এমন ফিচার্স পাওয়া যাবে।

ব্যবহারকারী যেদিন ফেসবুকের অ্যকাউন্টটি খুলেছেন, সেই দিন থেকেই যাবতীয় পোস্ট দেখা যাবে এই ফিচার্সের মাধ্যমে। শুধু পোস্ট নয়, কাউকে ট্যাগ করা ছবি কিংবা আপনাকে কেউ ট্যাগ করেছে সেই ছবিও অনায়সে দেখতে পারবেন। পাশাপাশি কোনও পোস্ট শেয়ার করা কিংবা লাইক করা কোনও পোস্ট বা ছবিও দেখা যাবে।

সূত্র: এবেলা

একে//