ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

যুক্তরাষ্ট্রের জেলে আটক এক কারাদণ্ডপ্রাপ্ত আসামির হাজত বাড়িয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম রেইমন্ড তিব্বেট। যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক ওই আসামির দণ্ডকে অপরাধের তুলনায় নগণ্য হিসেবে রায় দেওয়ার পরই যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর জন কাসিচ তার দণ্ড বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

এদিকে আদালতের দেওয়া রায়ে যথেষ্ট খুঁত ছিল বলে জানিয়েছেন ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর জন কাসিচ। এর আগে আরেক আদালতের বিচারক রুস গিগার বলেন, তিব্বেটের অতীত রেকর্ড খুব খারাপ। যা আদালতে শুনা হয়নি। এ কারণে তাকে লঘু দণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসার পরই ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর জন কাসিচ এই উদ্যোগ নেন।

১৯৯৭ সালে তিব্বেট (৬১) তার স্ত্রী ও ৬৭ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যা করে। এদিকে গভর্নরের দেওয়া শাস্তির বিষয়ে উস্মা প্রকাশ করেছে তিব্বেটের আইনজীবী। তিনি বলেন, কাসিচ বিচার বিভাগীয় পদ্ধতিকেই হুমকির মধ্যে ফেলে দিয়েছে।

এমজে/