ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

অনন্ত বিস্ময় হয়ে বিশ্বকে আলোকিত করেছেন: কাদের

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ০৫:০৫ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

৭৫’র ঘোর অমানিশা কাটিয়ে, মৃত্যুর পরোয়া না করে, বাংলার মানুষকে বুকে জড়িয়ে ১৯৮১ সালে ঝঞ্জাবিক্ষুব্ধ এক রাষ্ট্রে আপনি ফিরে এসেছিলেন। অজস্র বৃষ্টিতে ভিজে ভিজে হেটে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল এই জনস্রোত। দীর্ঘ সাধনার পর আপনি অনন্ত বিস্ময় হয়ে বিশ্বকে আলোকিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

আজ ( শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা অভিনন্দনপত্র পাঠ করতে গিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কন্টকাকীর্ণ ছিল আপনার চলার পথ। কিন্তু আপনি বিজয়ী হয়েছেন। অনন্ত বিস্ময় হয়ে গোটা বিশ্বকে আলোকিত করছেন। একের পর এক সম্মাননা, পদক হাতে নিয়ে আপনি দেশবাসীকে উৎসর্গ করেছেন। আপনি যে উন্নয়নের যাত্রা শুরু করেছেন তার ধারাবাহিকতায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে।

মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড এবং সর্বশেষ ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, আপনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। আপনার নেতৃত্বে স্থল সীমানা চুক্তি, ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। আপনার বিচক্ষণতায় আজ গোটা বিশ্ব তাকিয়ে আছে। আপনার হাতে অবসান ঘটে স্বৈরশাসন। যুদ্ধাপরাধীদের শাস্তির বিধান করে আপনি রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপনের মধ্য দিয়ে আপনি মহাকাশে একখন্ড বাংলাদেশকে স্থাপন করেছেন। আমরা মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করব ইনশাল্লাহ। আপনার নেতৃত্বে আস্থাশীল থেকে আমরা ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করব। আপনি আমাদের পূর্ব পৃথিবীর সূর্য।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

/ এআর /