ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৩ ১৪৩২

রাতে ঢাকায় পৌঁছেছেন রুশনারা আলী

প্রকাশিত : ০৮:১২ এএম, ২২ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০৯:১৭ এএম, ২২ জুলাই ২০১৮ রবিবার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী শনিবার রাতে ঢাকায় এসেছেন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন সূত্র জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই রুশনা আলীর এ সফর। ৫ দিনের সফরে ঢাকায় এসেছেন তিনি। শনিবার রাতে ঢাকায় এলেও তার আনুষ্ঠানিক সফর রোববার থেকে শুরু হবে বলেও জানা গেছে।
এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছিলো।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী ২০১২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।
এসএ/