ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ২২ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০৯:৫৫ এএম, ২২ জুলাই ২০১৮ রবিবার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। তীব্র বাতাসের কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রবিবার সকাল সোয়া ৭টায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
পাটুরিয়া ঘাট নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনা এড়াতে শনিবার দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ বন্ধ রাখে কর্তৃপক্ষ। বাতাসের তীব্রতা কমে যাওয়ায় আজ রবিবার সকাল সোয়া ৭টায় লঞ্চ চলাচল পুনরায় চালু করা হয়।
এসএ/