ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৩ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০১:৪৫ পিএম, ২৩ জুলাই ২০১৬ শনিবার

লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি দুর্গত এলাকার মানুষজনের। কিছু কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও এখনো অনেক এলাকা তলিয়ে আছে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সঙ্কটে রয়েছেন সেখানকার লোকজন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়ে দুর্গতরা। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষকেরা। কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই।