ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

মাদারীপুরে খাল দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ বেশ কিছু এলাকা

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৩ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০১:৩১ পিএম, ২৩ জুলাই ২০১৬ শনিবার

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে মাদারীপুর পৌরসভার বেশ কিছু এলাকা। শহরের খালগুলো দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলাকেই কারণ হিসেবে দেখছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। অবশ্য দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। বন্যার পানি নয়। পানি বেরিয়ে যেতে না পারায় এভাবেই জলাবদ্ধ হয়ে পড়েছে গোটা এলাকা।  গেলো কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বাড়ির আঙ্গিনা, রাস্তাঘাট ও স্কুলের মাঠ। পৌরসভায় কয়েকটি খাল দিয়েই বেরিয়ে যায় শহরের পানি। দিনে দিনে বেদখল হয়েছে এসব খাল। বেশ কিছু স্থানে বন্ধ হয়ে গেছে খালের পানিপ্রবাহ। এদিকে খাল দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরী করলেও নিজেদের পক্ষে নানা যুক্তি দেখাচ্ছেন দখলদাররা। তবে খালগুলোকে দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন পৌর মেয়র। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন পৌরবাসীকে।