ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

নির্বাচনের আগে সরব হচ্ছে রাজনৈতিক অঙ্গন(ভিডিও)

প্রকাশিত : ১১:৩৪ এএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার

জাতীয় নির্বাচনের আগে সরব হচ্ছে রাজনৈতিক অঙ্গন। দীর্ঘদিন পর রাজধানীতে সমাবেশ এবং প্রধানমন্ত্রীর সংবর্ধনার মাধ্যমে জনভিত্তির জানান দিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ। এই দৃশ্যকে সব দলের অংশগ্রহনমূলক নির্বাচনের পথে হাঁটার লক্ষণ বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা।

সব কিছু ঠিক থাকলে, ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

সীমিত পরিসরে হলেও রাজধানীতে সভা সমাবেশ করেছে বিএনপি। জানান দিয়েছে সক্ষমতার।

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার মাধ্যমে জনভিত্তির বিষয়টি স্পষ্ট করেছে আওয়ামী লীগও।

এই দৃশ্যপটকে নির্বাচনী পরিবেশের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আর রাষ্ট্র বিজ্ঞানীরা বলছেন, সংসদ নির্বাচন বর্জনে আগের কৌশলগত অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। জনগণকে কাছে টানতে ক্ষমতাসীনরা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা সফলভাবে তুলে ধরতে পারলেও, বিএনপির কর্মকাণ্ডে অস্পষ্টতা রয়েছে বলে মনে করেন তারা।

তারা এটাও বলছেন, এই পরিবেশ কতটা প্রশস্ত হবে সেটা নির্ভর করছে, সরকারের সদিচ্ছার উপর।